রাজধানীতে বাসচাপায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহত

 রাজধানীর ভাটারার প্রগতি সড়ক অঞ্চলে ভিক্টর ক্ল্যাসিক পরিবহনের বাসচাপায় নর্দান ইউনিভার্সিটির এক ছাত্রী নিহত হয়েছেন। আজ রোববার বেলা পৌনে ১টার দিকে যমুনা ফিউচার পার্কের সম্মুখে এই দুর্ঘটনা ঘটে।

রাজধানীতে বাসচাপায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহত
নিহত ছাত্র-ছাত্রীর নাম নাদিয়া (২৪)। উনি বিশ্ববিদ্যালয়টির ৪২তম ব্যাচের ফার্মেসি বিভাগের ৪র্থ বছরের শিষ্য ছিলেন।

ভাটারা উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এই বি এম আসাদুজ্জামান জানান, নাদিয়া তাঁর বন্ধুর মোটরসাইকেলে চড়ে যাচ্ছিলেন। এ সময় ভিক্টর ক্ল্যাসিক পরিবহনের ১টি বাসের চাপায় ঘটনাস্থলেই তাঁর মরণ হয়।

ওসি বলেন, ‘নাদিয়ার ফ্রেন্ড মোটরসাইকেলচালক অপূর্ণ আছেন। ওনাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। ঘটনার পরপরই বাসটি আটক করা হয়েছে। তবে চালক এবং হেলপার পালিয়ে গেছে।’

নিহতের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে বলেও জানিয়ে দেন তিনি।

প্রত্যক্ষদর্শী সারোয়ার নামে এক পথচারী বলেন, ‘বাসটি প্রথমে মোটরসাইকেলকে ধকল দেয়। এতে মোটরসাইকেল থেকে মেয়েটি ছিটকে পড়ে যায়। এই সময় বাসচালক তাঁর গায়ের ওপর দিয়ে বাসটি চালিয়ে দেন। চাকার পাদদেশে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।’

Post a Comment

أحدث أقدم