গাইবান্ধায় ইয়াবাসহ মাদক কারবারি আটক

গাইবান্ধার সাঘাটা থানার ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ জুয়েল মন্ডল(৪১) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।


মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুর থানার বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্র পশ্চিম শিমুলতাইড় (রেলওয়ে ইঞ্জিন কলোনী) এরিয়া থেকে ওইসব ইয়াবা

ট্যাবলেট শায়েস্তা করাসহ জুয়েল মন্ডলকে আটক করা হয়। সে পশ্চিম শিমুলতাইড় গ্রামের মৃত জসিম উদ্দিন মন্ডলের ছেলে।

বোনারপাড়া পুলিশ তদন্ত ভিত্তি ইনচার্জ রাকিব হোসেন জানান, গোপনীয় সংবাদের ভিত্তি ওই অঞ্চলে অভিযান পরিচালনা করা হয়। এ টাইম জুয়েল মন্ডলের দেহ তল্লাশি করে তার প্যান্টের পকেটে শ্বেত পলিথিনে মোড়ানো ৩টি প্যাকেটে মোট ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময়ে তার নিকটে থাকা মাদক বিক্রি ৩১ হাজার টাকা জব্দ করা হয়।

রাকিব হোসেন বলেন, মাদক কারবারি জুয়েল মন্ডল অঞ্চলে দীর্ঘদিন হতে মাদকদ্রব্য ইয়াবা বিক্রি করে আসছে। তার বিপক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা বিদ্বান উকিল বিচারাধীন রয়েছে।

Post a Comment

أحدث أقدم