আবারও জিতের সঙ্গে কলকাতার ছবিতে মিম

 বাংলাদেশী জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা সাহা মিম আবারও কলকাতার ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। তিনি ওখানকার জনপ্রিয় নায়ক জিত প্রযোজিত চলচ্চিত্র ‘মানুষ’ এ অভিনয় করবেন বলে জানিয়েছেন। এটি পরিচালনা করছেন বাংলাদেশের নির্মাতা সঞ্জয় সমাদ্দার। ছবিতে মিমের  নায়ক হিসেবে দেখা যাবে জিতকে।  

বুধবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় জিতের প্রযোজনা প্রতিষ্ঠান ‘জিতস ফিল্মওয়ার্কস প্রাইভেট লিমিডেট’র ফেইসবুক পেজে ছবিটির মূল চরিত্রের অভিনয়শিল্পীদের নাম ঘোষণা করা হয়। তাতে চমক হিসেবে দেখা যায় মিমের নাম। মানুষ ছবিতে আরও অভিনয় করছেন জিতু কমল, সুস্মিতা চ্যাটার্জি, সৌরভ চক্রবর্তী প্রমুখ।

জিতের প্রযোজনা প্রতিষ্ঠানের অফিসিয়াল পেজের ওই ঘোষণাটি নিজের টাইমলাইনে শেয়ার করার পর জিতের সঙ্গে একটি ছবিও আপলোড দিয়েছেন মিম। সাম্প্রতিক সময়ে পরাণ ও দামাল ছবির মাধ্যমে তুমুল জনপ্রিয়তা পাওয়া এই নায়িকা ক্যাপশনে লিখেছেন, আমার পরবর্তী কাজ মানুষ, যা মুক্তি পাবে আগামী রোজার ঈদে।

জানা যায়, এর আগেও ‘সুলতান: দ্য সেভিয়র’ ছবিতে জিতের সঙ্গে অভিনয় করেছেন মিম। রাজা চন্দ পরিচালিত ওই ছবিটি ২০১৮ সালে মুক্তি পেয়েছিল। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ দুই বাংলায়ই সেটি ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছিল।২০২২ সালে ব্যবসাসফল সিনেমা পরাণ দিয়ে নিজেকে নতুনভাবে উপস্থাপন করছেন মিম। দামালও তার অভিনয় ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করেছে।

Post a Comment

أحدث أقدم