তিতাস (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার তিতাসের বন্দরামপুর গ্রামের মামুন মিয়া নামে এক যুবকের দু’পায়ের রগ কেটে দিয়েছে দুবৃর্ত্তরা।গত শনিবার সন্ধ্যায় উপজেলার দুঃখিয়ারকান্দি-বাঘাইরামপুর সড়কে এ ঘটনা ঘটে।
আহত যুবক মামুন মিয়া(২৪) উপজেলার কড়িকান্দি ইউনিয়নের বন্দরামপুর গ্রামের মোশাররফ হোসেনের ছেলে। আহতাবস্থায় আশংকাজনক ভাবে মামুনকে চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার সন্ধ্যা বেলায় দুঃখিয়ারকান্দি- বাঘাইরামপুর সড়কে ৩টি মোটরসাইকেলে আসা ৮/৯ জন লোক হঠাৎ মামুনের ওপর হামলা করে এবং তার দুই পায়ের রগ কেটে চলে যায়।
তার ডাক চিৎকারে লোকজন এগিয়ে আসে এবং তাকে উদ্ধার করে রক্তাক্ত অবস্থায় তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশংকাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়।মামুনের মামা কড়িকান্দি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোহর মুন্সী বলেন, ভাগিনা মামুন দুঃখিয়ারকান্দি-বাঘাইরামপুর সড়ক দিয়ে যাচ্ছিলো।
হঠাৎ ৩টি মোটরসাইকেল যোগে আসা ৮/৯জনের দূবৃর্ত্তরা আমার ভাগিনার ওপর হামলা করে দুই পায়ের রগ কেটে দিয়ে পালিয়ে যায়।তার প্রচন্ড রক্তক্ষরণ হয়েছে।আশংকাজনক অবস্থায় তাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস বলেন, হাসপাতাল সূত্রে এমন একটি খবর পেয়েছি। তবে এখনো কেউ কোন অভিযোগ করে নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে
একটি মন্তব্য পোস্ট করুন