জেদ্দায় সুলতান সুলেমানের স্ত্রী হুররাম!

 গত ১ ডিসেম্বর উদ্বোধনী অনুষ্ঠানে দেখা গেছে ৩৯ বছর বয়সী এ অভিনেত্রীকে।

লোহিত সাগরের অতীত তীরে লালগালিচায় জমকালো পোশাকে নজর কেড়েছেন মারিয়াম উজারলি। রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী সিনেমা শেখর কাপুর পরিচালিত “হোয়াট’স লাভ গট টু ডু উইথ ইট” দেখেছেন তিনি। তাকে আমন্ত্রণ জানান ফেস্টিভ্যালটির সিইও মোহাম্মদ আল তুর্কি। সেই সময় তাদের পাশে ছিলেন সৌদি রিসার্চ অ্যান্ড গণমাধ্যম গ্রুপের সিইও জোমানা আ. আল রশিদ।

রেড সি আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের পর্দা ওঠার পর অফিসিয়াল পার্টিতে নৈশভোজ করেন মারিয়াম উজারলি। তখন ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ ফ্র্যাঞ্চাইজির অভিনেত্রী মিশেল রড্রিগেজের সাথে ফটো তুলেছেন তিনি।

মারিয়াম উজারলি তুরস্কের সবচেয়ে বিখ্যাত অভিনেত্রীদের মধ্যে অন্যতম। তার আবির্ভাব জার্মানিতে ১৯৮৩ বর্ষের ১২ আগস্ট। বাবা তুরস্কের ও মাতা জার্মানির নাগরিক। সেই সূত্রে তিনি তুরস্ক ও জার্মানি দুই রাষ্ট্রের নাগরিক। ছোটবেলা হতে বেড়ে উঠেছেন জার্মানিতে। মাতৃভাষা জার্মান ছাড়াও তুর্কি ও ইংরেজি ভাষায় সাবলীল এই তারকা।

২০১০ সালে তুরস্কের ৬০০ বর্ষের অটোম্যান সাম্রাজ্যের অন্যতম সফল শাসক সুলতান সুলেমানকে নিয়ে ১টি টেলিভিশন ধারাবাহিক নির্মাণের প্রচেষ্টা নেওয়া হয়। এতে সুন্দরী দাসী থেকে সুলতান সুলেমানের বউ বনে যাওয়া হুররামের চরিত্রে অভিনয়ের জন্য ডাক পান মারিয়াম উজারলি। এরপরই তার নিয়তির চাকা ঘুরে যায়।

২০১১ সালে ‘ম্যাগনিফিসেন্ট সেঞ্চুরি’ নামে এই ধারাবাহিকটির শুটিং চালু হয়। তখন জার্মানি থেকে তুরস্কে গিয়ে হোটেলে ওঠেন মারিয়াম উজারলি। হোটেলে থেকেই ধারাবাহিকটির যাবতীয় কাজ করেছেন। রাতের পর রাত না ঘুমিয়ে চিত্রনাট্য মুখস্থ করেছেন। এটি প্রচারে প্রবল বৃষ্টিপাত পর তারকাখ্যাতি ধরা দেয় তার হাতে। হুররাম সুলতান চরিত্রের সুবাদে ২৩টি পুরস্কার জেতেন তিনি।

তুরস্কে তেমন কোনও বন্ধুবান্ধব ছিলো না মারিয়াম উজারলির। তখন মানব আতেশ নামের এক তরুণের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। অথচ গর্ভবতী হওয়ার পরই ছেলেটি স্ত্রী এবং দুই সন্তানের কথা চিন্তা করে দূরে দূরে যেতে থাকে। প্রেমিক গর্ভপাত করার উপদেশ দিলেও মারিয়াম সন্তানকে পৃথিবীতে আনার সিদ্ধান্ত নেন। এজন্য ২০১৩ বর্ষের মে মাসে সহসা ‘ম্যাগনিফিসেন্ট সেঞ্চুরি’তে অভিনয় ছেড়ে জার্মানিতে ফিরে যান তিনি। পরে হুররাম চরিত্রে অন্য অভিনেত্রীকে নেওয়া হয়।

২০১৪ সালের ১০ ফেব্রুয়ারি কন্যাসন্তানের মাতা হন মারিয়াম উজারলি। ২০২১ বছরের ৮ জানুয়ারি তার কোল ব্যাপী আসে অন্য কোনো কন্যাসন্তান। তবে দ্বিতীয় মেয়ের জনক কে তা প্রকাশ্যে জানাননি তিনি।

Post a Comment

নবীনতর পূর্বতন